নিমতিতা বিস্ফোরণকাণ্ডে তদন্তে এবার এনআইএ

নিজস্ব সংবাদদাতা: নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে এবার তদন্তে এনআইএ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে ১জনকে গ্রেফতার করেছে সিআইডি। তবে ঘটনার সঙ্গে জঙ্গি নাশকতার ছক রয়েছে বলে মনে করছেন না এনআইএ আধিকারিকরা। বুধবারের মধ্যেই এই বিষয়ে বৈঠক করবেন এন আইএ এবং সিআইডি আধিকারিকরা। নিমতিতা ষ্টেশনের কাছে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তাঁর সঙ্গীদের উপর বোমা হামলা করা হয়। গুরুতর আহত হন মন্ত্রী-সহ কয়েকজন।
Comments are closed.