Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় নিউজিল্যান্ডের

সাম্যজিৎ ঘোষ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গেল ভারতীয় দল। ম্যাচের ষষ্ঠ দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ১৩৯ রান। কেন উইলিয়ামসন ও রস টেলরের দৃঢ়তায় ভারতকে কার্যত একপেশে লড়াইয়ে হারিয়ে দিল বোল্টরা। যোগ্য দল হিসেবে জয়ী হল তারা। দুই উইকেট  হারিয়ে দাপুটে ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে ফেরেন উইলিয়ামসন-টেলর জুটি।  অধিনায়ক কেন উইলিয়ামসন ৫২ ও অভিজ্ঞ রস টেলর ৪৭ রানে অপরাজিত থাকেন।

- Sponsored -

এর আগে রোদ ঝলমলে ষষ্ঠ দিনের শুরুতেই ভারতের দ্বিতীয় ইনিংস ১৭০ রানেই গুটিয়ে যায়। কোহলি, পুজারা, রাহানে, কেউই সাউদি, জেমিসন, বোল্টদের সামনে দাঁড়াতে পারেননি। পন্থের লড়াই যথেষ্ট ছিল না। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ফিরিয়ে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়েকে। ভারতের আর কোনও বোলার এদিন উইকেট নিতে পারেননি। যদিও বুমরার বলে স্লিপে টেলরের ক্যাচ ফেলেন পূজারা। উইকেট অনেকটাই ব্যাটিং সহায়ক হয়ে যাওয়ায় নিউজিল্যান্ডের জয়ও সহজ হয়ে যায়।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.