করোনামুক্ত প্রথম দেশ হিসেবে ১০০ দিন পার করল নিউ জিল্যান্ড

বেঙ্গল ফাস্ট : গোটা বিশ্বের প্রায় সবকটি দেশ যখন করোনা ভাইরাসের কবলে তখন করোনা-মুক্ত দেশ হিসেবে রেকর্ড গড়ল নিউ জিল্যান্ড। ভ্যাকসিন ছাড়াই করোনামুক্ত প্রথম দেশ হিসেবে ১০০ দিন পার করল কিউয়িরা। ইতিমধ্যেই জনজীবন স্বাভাবিক হয়েছে, খুলেছে রেস্তোরাঁও। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশটির কোভিড মোকাবিলা নিয়ে শোরগোল পড়ে গেছে গোটা দুনিয়ায়। নিউ জিল্যান্ডকে করোনা নিয়ন্ত্রণে অন্যদের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১০০ দিনে করোনা-মুক্ত দেশ হিসেবে রেকর্ড গড়ে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন (Jacinda Kate Laurell Ardern)।

নিউজিল্যান্ডে গত ১০০ দিনে নতুন করে করোনায় সংক্রমণ না ঘটলেও যথেষ্ট সতর্ক দেশটির স্বাস্থ্যকর্তারা। তাদের মতে আত্মতুষ্টি নয়, সতর্ক থাকুক দেশবাসী। স্বাস্থ্য দফতরের আধিকারিক অ্যাশলে ব্লুমফিল্ডের মতে, ‘কমিউনিটি সংক্রমণ ছাড়া ১০০ দিন পাওয়া খুবই গুরুত্বপুর্ণ মাইলস্টোন। কিন্তু আমাদের আত্মতুষ্ট হওয়ার মতো অবস্থা নেই। নিয়ন্ত্রণ করার পরও বিভিন্ন দেশে দেখা গেছে দ্রুত ভাইরাসটি ফিরে এসে ছড়িয়ে পড়ছে। তাই ভবিষ্যতে এরকম কোনও ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে নির্মূল করার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে।’
উল্লেখ্য, নিউ জিল্যান্ডের মোট জনসংখ্যা হল ৫০ লাখ। ফেব্রুয়ারি মাসে প্রথম রোগী শনাক্তের পর মোট ১ হাজার ২১৯ জন করোনায় আক্রান্ত হয়। সর্বশেষ গত ১ মে করোনা রোগী শনাক্ত হওয়ার পর আর কোনও নতুন সংক্রমণের ঘটনা ঘটেনি। যা একবার বিশ্বের কাছে দৃষ্টান্তস্বরূপ।
Comments are closed.