দেশে একদিনে করোনায় আক্রান্তের নিরিখে রেকর্ড, আক্রান্ত ৫২ হাজারের বেশি

বেঙ্গল ফাস্ট : দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ১২৩ জন। একদিনে আক্রান্তের নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। দেশে ভাইরাস সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৯৬৮ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৫৩ জন। আক্রান্তের সংখ্যা বাড়লেও ভারতে করোনা রোগীর সুস্থতার পরিসংখ্যানটাও বেশ ভাল। এখনও পর্যন্ত মোট ১০ লক্ষ ২০ হাজার ৫৮২ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। যা দেশে মোট আক্রান্তের প্রায় ৬৪.৪৪ শতাংশ।
দেশে সংক্রমণ ও মৃতের সংখ্যার নিরিখে এখনও এগিয়ে মহারাষ্ট্রই। আক্রান্ত বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬৫১ জন, আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৪৬৩ জন। এরপরই আছে তামিলনাড়ু। সেখানে আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজারেরর বেশি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪১-এ। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী। নয়াদিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৩১০ জনে। মৃতের সংখ্যাটা প্রায় ৪ হাজার। অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারেরেও বেশি নতুন করে আক্রান্ত হয়েছেন। সে রাজ্যে মোট আক্রান্ত ১ লক্ষ ২০ হাজার ৩৯০ জন। মৃত ১ হাজার ২১৩ জন। কর্নাটকে মোট আক্রান্ত ১ লক্ষ ১২ হাজার ৫০৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ১৪৭ জন। এছাড়াও দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গ, গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, তেলাঙ্গানা, ওড়িশা, জম্মু-কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং বিহারে।
Comments are closed.