নারীশক্তিকে শ্রদ্ধা জানিয়ে নতুন মিউজিক ভিডিয়ো ‘অয়ি গিরি নন্দিনী’
নিজস্ব সংবাদদাতা : রিলিজ হল আরশি’র নতুন মিউজিক ভিডিয়ো ‘অয়ি গিরি নন্দিনী’। দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিন নারীশক্তিকে বিশেষ সম্মাননা জানিয়ে, ‘আরশি’ ইউটিউব চ্যানেলের উদ্যোগে এক নতুন ভাবনায় রিলিজ হল ভিন্ন স্বাদের মিউজিক ভিডিয়ো।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে আনা হয়েছে এই মিউজিক ভিডিয়োটিতে। আমাদের দৈনন্দিন জীবনে সমাজের বিভিন্ন অংশের নারীদের, বিভিন্ন ক্ষেত্রের জীবন সংগ্রামের টুকরো টুকরো কাহিনিকে দৃশ্যায়িত করা হয়েছে জনপ্রিয় গান ‘অয়ি গিরি নন্দিনী’ গানটির মাধ্যমে। গানটি গেয়েছেন সুপর্ণা ওঝা। মিউজিক সংযোজন করেছেন অ্যারোন ডার্নাল। স্বাতী দে’র সহযোগিতায় পুরো বিষয়টির চিন্তাভাবনা ও সিনেমাটোগ্রাফি করেছেন অয়ন দাস। মিউজিক ভিডিয়োতে রাজীব খানের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করছেন নৃত্যশিল্পী মৈথিলী চ্যাটার্জি। এডিটিং-এর কাজ করেছেন সৌরভ কোনার।
ঝাড়গ্রামের আদিবাসীপাড়া, খড়্গপুরের কিন্নরপাড়া, মোহনপুরের মৃৎশিল্পীপাড়ার মহিলাদের থেকে শুরু করে সমাজের আরও বিভিন্ন ক্ষেত্রের মহিলাদের জীবনসংগ্রামের টুকরো টুকরো খণ্ডচিত্র উঠে এসেছে এই মিউজিক ভিডিয়োটিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ফ্লিম সোসাইটি সভাগৃহে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খান, শিক্ষিকা সুতপা বসু, সমাজসেবী চন্দ্রিমা সামন্ত, নৃত্যশিল্পী ঈশিতা চট্টোপাধ্যায়, তপস্বিনী ভট্টাচার্য্য, সমাজসেবী রীতা বেরা, বর্ষা মুখার্জি, মহুয়া রায়, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মণ্ডল, কোলাজের কর্ণধার তাপস জানা, শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, গায়ক দীপঙ্কর শীট, অর্ণব সেন প্রমুখ। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী মোম চক্রবর্তী। স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান আয়োজনে আরশিকে বিশেষ সহযোগিতা করেন কোলাজের কর্ণধার তাপস জানা। আরশি’র পক্ষে অয়ন দাস জানান, মহালয়ায় একটু নতুন কিছু করার ইচ্ছে থেকে তাঁরা এই কাজটি করেছেন। পরেও তাঁরা এই ধরনের আরও অনেক কাজ করবেন, যার মধ্যে মিউজিক ভিডিয়ো, তথ্যচিত্র, শর্টফিল্মের মতো বিষয়গুলো থাকবে।
Comments are closed.