Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রাজ্যসভায় পেশ নয়া সংস্কারমুখী কৃষি বিল, বেশ কয়েকটি রাজ্যে প্রতিবাদে কৃষকরা

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

রাজ্যসভায় পেশ হল কৃষি বিল। বিরোধীদের তুমুল প্রতিবাদের মধ্যেই মোদি সরকারের সংস্কারমুখী দুটি বিল পেশ করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এদিন ‘কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন’ এবং ‘কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি’ সংক্রান্ত বিল পেশ হয়েছে রাজ্যসভায়। বিল পেশ করে নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, ‘কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়ার পথে এই বিল কোনও প্রতিবন্ধক হবে না।’ যদিও কংগ্রেস-সহ বিরোধীদের দাবি, এই বিল আসলে কৃষকদের পরিকল্পিতভাবে হত্যা করারই সামিল।

- Sponsored -

ইতিমধ্যেই মোদি সরকারের নয়া সংস্কারমুখী দুটি কৃষি বিলের বিরোধিতায় পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন চাষিরা। আন্দোলনকারীদের অভিযোগ, এই বিলে কৃষকদের স্বার্থ উপেক্ষা করে বড় ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থাগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি একতরফা ফসলের দাম নির্ধারণ এবং মজুতদারির অধিকারও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নয়া কৃষি বিলের বিরোধিতা করে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন খোদ কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কউর বাদল। কৃষি বিল কৃষক উন্নয়নের পরপন্থী বলে ট্যুইটও করেন হরসিমরত। তাঁর পদত্যাগ ঘিরে কিছুটা হলেও চাপে পড়ে যায় কেন্দ্রীয় সরকার। কৃষি বিল নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে, সরব হন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঐতিহাসিক বিল কৃষিক্ষেত্রে ফড়েদের রাজত্ব দূর করবে। চাষিরা ভাল দাম পাবেন। সরকারি খরিদ এবং ন্যূনতম সহায়ক মূল্যও বহাল থাকবে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.