Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

নাগরোটার ঘটনায় জইশ যোগ, পাক হাইকমিশনারকে সতর্ক করল ভারত

নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের নাগরোটার ঘটনায় পাক হাইকমিশনারকে ডেকে সতর্ক করল ভারত। গোয়েন্দা সূত্রে খবর নিহত জঙ্গিদের কাছ থেকে যে ফোন, ওষুধ ও জিনিসপত্র উদ্ধার করা হয়েছে তা থেকে পাকিস্তানের যোগ স্পষ্ট। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও জিপিএস ঘেঁটে গোয়েন্দারা নিশ্চিত পাকিস্তান থেকে সাম্বা সেক্টর দিয়ে পাক জঙ্গিরা ভারতে ঢোকে। এমনকী জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া একটি ডিজিটাল মোবাইল রেডিও থেকে জানা যাচ্ছে এটি পাকিস্তানে তৈরি। তাতে যে টেক্সট বার্তা গোয়েন্দারা পেয়েছে তা খতিয়ে দেখে জানতে পারা গেছে তাতে পাক পঞ্জাবের নরওয়াল জেলার শাকরগড় থেকে হ্যান্ডেলারদের একটি বার্তা আসে। জঙ্গিরা ঠিকভাবে ভারতে পৌঁছেছে কিনা তা জানতে চাওয়া হয় টেক্সট বার্তায়। তদন্তের পরে আজ পাক হাইকমিশনারকে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান। কড়া ভাষায় পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয় জাতীয় নিরাপত্তা বিষয়ে ভারত সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধা করবে না।

- Sponsored -

শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে জানিয়েছিলেন নাগরোটা এনকাউন্টারে মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদ জঙ্গিদের। প্রধানমন্ত্রী আরও জানান, ২৬/১১ হামলার বর্ষপূর্তিতে নাশকতার ছক ছিল জইশের।

উল্লেখ্য, বৃহস্পতিবার নাগরকোটার কাছে বান টোলপ্লাজায় একটি ট্রাক নিরাপত্তারক্ষীরা থামালে সেই ট্রাক থেকে এলোপাথাড়ি গুলি চালায় জইশ জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরাও পাল্টা গুলি চালালে মৃত্যু হয় চার জঙ্গির। তাদের থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা। নিহত জইশ জঙ্গিদের কাছ থেকে পাঁচটি একে-৪৭, ছয়টি একে-৫৬ রাইফেল, একে-১৬ ম্যাগাজিন, তিনটি পিস্তল, এক প্যাকেট আরডিএক্স, কুড়িটি চিনা হ্যান্ড গ্রেনেড-সহ কুড়ি কেজি বিস্ফোরক উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.