জম্মু-কাশ্মীর থেকে ১০ হাজার আধাসেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নয়াদিল্লির
নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীর থেকে প্রায় ১০ হাজার আধাসেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ২০১৯-এর ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের এক বছর ১৪ দিনের মাথায় মোদি সরকারের এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তবে আধাসেনা প্রত্যাহারের আগে অবশ্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে মোতায়েন করেছে নয়াদিল্লি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সিআরপিএফ এবং সিএপিএফের বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় আধাসেনা প্রত্যাহারের। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়, “দ্রুত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকে ১০ হাজার আধা সেনা প্রত্যাহার করা হবে।” নির্দেশিকা অনুযায়ী, যে ১০০ কোম্পানি আধাসেনা জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হবে তার মধ্যে ৪০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি করে সিআইএসএফ, বিএসএফ এবং সশস্ত্র সীমাবলের সেনা।
জম্মু ও কাশ্মীরের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক করতে তৎপর কেন্দ্রের মোদি সরকার। একে একে সিদ্ধান্ত নিচ্ছে তারা। সেনা প্রত্যাহার তারই অঙ্গ। কয়েক দিন আগেই জম্মু ও কাশ্মীরে ফোর-জি ইন্টারনেট পরিষেবা শুরু হওয়ায় খুশি উপত্যকাবাসী।
Comments are closed.