Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

জম্মু-কাশ্মীর থেকে ১০ হাজার আধাসেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নয়াদিল্লির

নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীর থেকে প্রায় ১০ হাজার আধাসেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ২০১৯-এর ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের এক বছর ১৪ দিনের মাথায় মোদি সরকারের এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তবে আধাসেনা প্রত্যাহারের আগে অবশ্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে মোতায়েন করেছে নয়াদিল্লি।

- Sponsored -

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সিআরপিএফ এবং সিএপিএফের বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় আধাসেনা প্রত্যাহারের। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়, “দ্রুত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকে ১০ হাজার আধা সেনা প্রত্যাহার করা হবে।” নির্দেশিকা অনুযায়ী, যে ১০০ কোম্পানি আধাসেনা জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হবে তার মধ্যে ৪০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি করে সিআইএসএফ, বিএসএফ এবং সশস্ত্র সীমাবলের সেনা।

জম্মু ও কাশ্মীরের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক করতে তৎপর কেন্দ্রের মোদি সরকার। একে একে সিদ্ধান্ত নিচ্ছে তারা। সেনা প্রত্যাহার তারই অঙ্গ। কয়েক দিন আগেই জম্মু ও কাশ্মীরে ফোর-জি ইন্টারনেট পরিষেবা শুরু হওয়ায় খুশি উপত্যকাবাসী।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.