এনআরএস হাসপাতালে চালু নতুন করোনা ওয়ার্ড
নিজস্ব সংবাদদাতা : কোভিড মোকাবিলায় আরও একটি প্রয়াস রাজ্য সরকারের। এনআরএস হাসপাতালে চালু নতুন করোনা ওয়ার্ড। সোমবার উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সাংসদ শান্তনু সেন। উদ্বোধনের পর শান্তনু সেন জানান, ‘১১০ শয্যার একটি ওয়ার্ড শুরু করা হল। ৯টি ভেন্টিলেটর, ৪টি সিসিইউ-সহ ৪০টি পুরুষ এবং ৩৫টি মহিলা বেড রয়েছে। এই ওয়ার্ডের জন্যে আলাদা করে অ্যাডমিশন ও রিসেপশন কাউন্টারও থাকছে। পরে প্রয়োজনীয়তা এবং পরিস্থিতি অনুযায়ী বাড়ানো হবে বেডসংখ্যা।’
এনআরএস হাসপাতালে করোনা পরিষেবার পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসাও চলবে আগের মতন। অন্যদিকে, সদ্য চালু হওয়া এই করোনা ওয়ার্ডের রোগীদের জন্যে থাকছে বিশেষ ধরনের পুষ্টিকর খাদ্যতালিকাও। এদিকে রাজ্যে করোনা জয় করে ফেরা রোগীর সংখ্যাও বেশ ভাল। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৭০৩ জন। সুস্থতার হার ৭৫.০২ শতাংশ। এনআরএসে নতুন করোনা ওয়ার্ড তৈরি হওয়ায় রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষজনেরা।
Comments are closed.