Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘নেতাজির নাম শুনলেই আলাদা অনুপ্রেরণা কাজ করে’, ভিক্টোরিয়ায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিজস্ব সংবাদদাতা: ‘ছোটোবেলা থেকে নেতাজির নাম শুনলেই আলাদা অনুপ্রেরণা কাজ করে। পরাক্রম এবং প্রেরণার প্রতীক নেতাজি।’ সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বক্তব্য রাখতে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজিকে নিয়ে বিশেষ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিক্টোরিয়ার সংগ্রহশালা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল জগদীপ ধনকর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

- Sponsored -

নেতাজিকে স্মরণ করে এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীন ভারতের স্বপ্নকে নতুন দিশা দেখান নেতাজি। বলেছিলেন, স্বাধীনতা চাইব না, ছিনিয়ে নেব। ১২৫ বছর আগে আজকের দিনেই সেই বীরের জন্ম হয়েছিল। নেতাজির চরণে মাথা নত করছি।’

ভিক্টোরিয়ায় আসার আগে প্রধানমন্ত্রী এদিন কলকাতা বিমানবন্দর থেকে সোজা চলে যান এলগিন রোডের নেতাজি ভবনে। নেতাজির বাড়িতে তাঁকে স্বাগত জানান সুগত বসু। ঘুরে দেখেন নেতাজি সংগ্রহশালা। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপনের পর পৌঁছন ভিক্টোরিয়া মেমোরিয়ালে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.