ভারতীয় সেনায় গোর্খাদের যোগদান নিয়ে আপত্তি নেপালের
নিজস্ব সংবাদদাতা : ফের ভারতের সঙ্গে সংঘাতের পথে নেপাল। ১৯৪৭-এ নেপাল, ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি এবার বদলের পথে নেপালের কেপি শর্মা ওলি সরকার। ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী চারটি গোর্খা রেজিমেন্টকে ১৯৪৭-এ ব্রিটিশ আর্মি ও ইন্ডিয়ান আর্মিতে যুক্ত করা হয়। সেই চুক্তি মোতাবেক ভারতে বর্তমানে ৭টি গোর্খা রেজিমেন্ট এবং অসম রাইফেলস-সহ সেনাবাহিনীর ৪০টি ব্যাটালিয়নে ৪০ হাজারের মতো নেপালি নাগরিক কর্মরত। এবার আইন করে সেই চুক্তি বাতিল করে নয়াদিল্লিকে চাপে ফেলতে চাইছে ওলি সরকার। চুক্তি যদি কার্যকর হয়, তাহলে নেপালের গোর্খারা আর ভারতীয় সেনাবাহিনী বা ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন না।
নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি ভারত বিরোধী অবস্থান স্পষ্ট করে সাফ বলেন, ‘গোর্খা সৈনিকদের নিয়ে ভারত-নেপাল-ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির প্রয়োজনীয়তা ফুরিয়েছে। এবার সেটা বাতিল করাই ভাল। বিদেশি বাহিনীতে নেপালি নাগরিকদের যোগ দেওয়া উচিত নয়।’
বেশ কয়েক বছর ধরে ভারত-নেপাল মৈত্রী চুক্তির মধ্যে ফাটল ধরে চলেছে। চিনা আগ্রাসনের সাথে তাল মিলিয়ে বন্ধু রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক খারাপের পথেই হাঁটছে নেপালের ওলি সরকার। কালাপানির ঘটনা সেই সম্পর্ক খারাপেরই ইঙ্গিত। তবে নেপাল যে চিনা মদতেই এসব করছে, তা মনে করছেন ভারতের কূটনীতিকমহল। এখন দেখার চুক্তি বাতিল করে সংঘাতের পথে যায় নাকি নেপাল। আর এসবই নজর রাখছে ভারতের বিদেশমন্ত্রকও।
ছবি ঋণ : ইন্টারনেট
Comments are closed.