জেইই-নিট নির্ধারিত দিনেই, নির্দেশ শীর্ষ আদালতের ৩ বিচারপতির বেঞ্চের
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
ছয় বিরোধী রাজ্যের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল নির্ধারিত দিনেই ইঞ্জিনিয়ারিং (জেইই-মেন) ও ডাক্তারি (নিট) প্রবেশিকা পরীক্ষা। ৬ রাজ্যের মন্ত্রীদের করা পুনর্বিবেচনার আর্জিতে কোনও হস্তক্ষেপ করতে চাইল না শীর্ষ আদালত। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারি বেঞ্চ জানিয়ে দিল এই আবেদনের কোনও মেরিট নেই।
Supreme Court refuses to entertain the review petition filed by ministers of six states, seeking review of the court's August 17 order to conduct NEET-UG and JEE (Mains) examinations. pic.twitter.com/3kKLm5VX3n
— ANI (@ANI) September 4, 2020
এর আগে ৬ রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র, পঞ্জাব এবং রাজস্থান একযোগে শীর্ষ আদালতে আবেদন করে, করোনা আবহে এবং লকডাউনের সময় লক্ষাধিক পরীক্ষার্থীর এই মুহূর্তে পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব নয়। অস্বাভাবিক জমায়েতে সমস্যায় পড়বেন ছাত্রছাত্রীরাই। আবেদনে এও বলা হয় যে, ২৫ লক্ষ পরীক্ষার্থীর স্বাস্থ্য গুরুতর সংকটের মুখে পড়তে পারে। তাই ১৭ অগস্টের দেওয়া রায় পুনর্বিবেচনা করুক সুপ্রিম কোর্ট। কিন্তু পরীক্ষা বাতিলের কোনও রাস্তাতেই হাঁটল না শীর্ষ আদালত।
৬ রাজ্যের সেই আবেদনে হস্তক্ষেপ না করে শীর্ষ আদালত জানিয়ে দেয় নির্ধারিত দিনেই হবে ইঞ্জিনিয়ারিং (জেইই-মেন) ও ডাক্তারি (নিট) প্রবেশিকা পরীক্ষা। ইতিমধ্যেই ১ সেপ্টেম্বর থেকে জেইই পরীক্ষা চলছে। আর ১৩ সেপ্টেম্বর হবে নিট পরীক্ষা।
Comments are closed.