মিলখা সিংকে পদক উৎসর্গ নীরজের, সোনার ছেলেকে বিশেষ সম্মান হরিয়ানা সরকারের
সাম্যজিৎ ঘোষ
টোকিও অলিম্পিকে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয়ের পর তাঁর সোনার পদক প্রয়াত মিলখা সিংকে উৎসর্গ করলেন নীরজ চোপড়া। নীরজ বলেছেন, ‘প্রয়াত মিলখা সিং স্বর্গ থেকে হয়তো দেখেছেন এই সোনালি মুহূর্ত।’ কিংবদন্তি মিলখা সিং বহুদিন ধরে বলেছিলেন অ্যাথলেটিক্সে ভারতের সোনা পাওয়ার স্বপ্ন দেখেন তিনি। কিন্তু নীরজের সোনালি মুহূর্ত দেখে যেত পারেননি মিলখা সিং।
এদিকে টোকিও অলিম্পিকে অ্যাথলেটিক্সে দেশের প্রথম সোনা জয়ের পর হরিয়ানা সরকার অভিনব সম্মান দিচ্ছেন নীরজ চোপড়াকে। সরকারি উদ্যোগে অ্যাথলেটিক্সের অত্যাধুনিক ‘সেন্টার ফর এক্সেলেন্স’ গড়া হবে হরিয়ানার পঞ্চকুলাতে। যেখানে সেন্টারের প্রধান করা হবে নীরজকেই। এছাড়াও ৬ কোটি টাকা পুরস্কারের পাশাপাশি সরকারি উচ্চপদে চাকরি এবং অর্ধেক মূল্যে জমি পাবেন সোনার ছেলে নীরজ।
Comments are closed.