‘নবান্ন অভিযান হবে গেরিলা কায়দায়’, হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গর ডাকা নবান্ন অভিযান হবে গেরিলা কায়দায়। কোনও পরিস্থিতিতেই নবান্ন অভিযানের সিদ্ধান্ত বদল হবে না। হুঁশিয়ারি দিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে যেনতেন প্রকারেণ শাসকদল তৃণমূলকে চাপে ফেলতে মরিয়া গেরুয়া শিবির। নবান্ন অভিযান যে তাঁদের কাছে প্রেস্টিজ ফাইট কার্যত হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিলেন বারাকপুরের সাংসদ। উল্লেখ্য, ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিববঙ্গ ৭ দফা দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ৮ অক্টোবর, বৃহস্পতিবার।
রবিবার বারাকপুরের নারায়ণপুরে এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং, বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবান্ন অভিযান প্রসঙ্গে অর্জুন সিং জানিয়েছেন, “কোনও বাধা মানা হবে না। গেরিলা কায়দায় অভিযান হবে।”
Comments are closed.