Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

স্বচ্ছ রাজনীতি ও স্বচ্ছ বাংলার দাবিতে জাতীয়তাবাদী যুব পরিষদের সফল সভা

শর্মিষ্ঠা মুখার্জি

শনিবার এক অভিনব উদ্যোগের স্বাক্ষী থাকল কলকাতা প্রেস ক্লাব। সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে জাতীয়তাবাদী যুব পরিষদ পরিবর্তনের সপক্ষে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সামিল করেছিল এ রাজ্যের বহু বিশিষ্ট মানুষকে। সেদিন যুব পরিষদের ডাকে সাড়া দিয়ে রাজ্যের কবি, সাহিত্যিক, মানবাধিকার কর্মী, অধ্যাপকরা পরিবর্তনের পক্ষে সোচ্চার হয়েছিলেন। কিন্ত অনেকেই মনে করেন সেই পরিবর্তনের ফলে রাজ্যে নতুন মন্ত্রী এলেও নতুন মানুষ আসেনি ক্ষমতায়। রাজনীতির পাকে হারিয়ে যাচ্ছে রাজ্যের মানুষের সুস্থ ভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা।

শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ, নিয়োগ, বিনিয়োগ সব কিছুই আজ রাজ্যের রাজনৈতিক মাফিয়াদের দখলে। প্রশ্ন করা আজ অপরাধ। শাসকরা গোটা রাজ্যকে দলদাসদের মৃগয়া ক্ষেত্রে পরিণত করেছে। মানুষের প্রকৃত দুঃখ জ্বালা যন্ত্রণার কথা শোনার ও বলার কেউই নেই। তাই আবার নতুন করে সময়ের দাবিকে মর্যাদা দিতে শনিবার কলকাতা প্রেস ক্লাবে জাতীয়তাবাদী যুব পরিষদের ডাকে হাজির হয়েছিলেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বহু মানুষ। সকলেই রাজ্যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন। সমবেত ভাবে প্রতিবাদ করার প্রয়োজনীয়তার কথাও বার বার উঠে আসে তাঁদের কথনে। করোনা বিধি মেনেও এদিন ভরে উঠেছিল প্রেস ক্লাব।

- Sponsored -

এদিন উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন, লেখক পৃথ্বীরাজ সেন, অধ্যাপক বিমল শংকর নন্দ, পদ্মশ্রী কাজি মাসুম আখতার, অভিনেতা প্রদীপ ধর, বলিউড প্রযোজক অয়নজিত সেন, বিশিষ্ট সমাজকর্মী অরূপ রক্ষিত, অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র, অধ্যাপক দেবাশিস চৌধুরী, FASSII সহ-সভাপতি শৈলেশ্বর পাণ্ডে, প্রবীণ সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়, আইনজীবী রুবি মুখার্জি, শ্রমিকনেতা বৈদ্য দে, উত্তম মুখার্জি, বিমা ইউনিয়ন নেতা অজয় দেব মণ্ডল, ডা: সুপ্রিয় বসু, তথ্য প্রযুক্তি শিল্পের প্রতিনিধি সূর্য ভট্টাচার্য, সমাজ কল্যাণ সংস্থা ‘হেল্পিং হ্যান্ড’-এর পরিচালক শান্তনু ঘোষাল-সহ বহু বিশিষ্ট মানুষ।

জাতীয়তাবাদী যুব পরিষদের সভাপতি দীপ্তিমান বসু জানিয়েছে এদিন তাদের ডাকা সাংবাদিক সম্মেলন কার্যত একটি সেমিনারে পরিণত হয়েছিল। বহু মানুষের মূল্যবান মতামত গোটা সভাকে নজিরবিহীন সাফল্য দিয়েছে। এর জন্য তিনি উপস্থিত বক্তা শ্রোতা ও সাংবাদিকদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। এই উদ্যোগের প্রতি আন্তরিক সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন, প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি, প্রবীণ সাংবাদিক-সম্পাদক মানস ঘোষ, বিশিষ্ট প্রাবন্ধিক-অধ্যাপক পুলক নারায়ণ ধর, প্রাক্তন আইপিএস ড. বাণীপদ সাহা, বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ দীপ্তেন্দু চক্রবর্তী, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সদস্য গোরা চক্রবর্তী-সহ বহু বিশিষ্ট মানুষ। এদিন কলকাতা প্রেস ক্লাবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিশিষ্ট সাংবাদিক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.