Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘প্রজাতন্ত্র দিবসের দিনই অপমানিত আমাদের জাতীয় পতাকা’! সংসদের যৌথ অধিবেশনে ভাষণ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

রমেন ঘোষ

প্রজাতন্ত্র দিবসে দিল্লির বুকে হওয়া হিংসার তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাজেট অধিবেশনের শুরুতে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি বলেন, ‘প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তেরঙ্গার অপমান খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। প্রজাতন্ত্র দিবসের দিনই অপমানিত আমাদের জাতীয় পতাকা। সংবিধান আমাদের স্বাধীনতার দেওয়ার সঙ্গে সঙ্গে আইন মানতেও শিখিয়েছে।’ তবে কৃষি আইনের বিরোধিতায় ও কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে ১৯টি বিরোধী দল৷

- Sponsored -

এদিন সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ জুড়েই ছিল কৃষি আইন প্রসঙ্গ। কৃষি আইনের পক্ষে জোর সওয়াল করে এদিন রাষ্ট্রপতি বলেন, ‘ছোট এবং প্রান্তিক কৃষকদের উপরে নজর দেওয়া উচিত৷ দেশের মোট কৃষকের ৮০ শতাংশই হলেন প্রান্তিক কৃষক৷ নতুন তিনটি আইনের ফলে দেশের ১০ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন। এই সংস্কারের প্রতি সব রাজনৈতিক দলই অতীতে সমর্থন জানিয়েছিল৷ গত কুড়ি বছর ধরে দেশে বিভিন্ন মঞ্চ থেকে এই সংস্কারগুলির দাবি উঠেছিল৷ কিন্তু এই সরকার দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের সম্মান করে৷ তাই শীর্ষ আদালতের নির্দেশ মেনেই এই তিনটি আইনের প্রণয়ন আপাতত স্থগিত রাখা হচ্ছে৷  গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি পূর্ণ মর্যাদা রেখে নতুন তিনটি কৃষি আইন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি কাটানোর চেষ্টা করা হবে৷’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.