‘এক দেশ, এক স্বাস্থ্যকার্ড’, লালকেল্লায় বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
শুভাশিস মণ্ডল
‘এক দেশ, এক স্বাস্থ্যকার্ড’। ৭৪তম স্বাধীনতা দিবসের বক্তব্য রাখতে গিয়ে লালকেল্লায় আরও এক চমকপ্রদ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। লালকেল্লায় এদিন প্রধানমন্ত্রী বলেন, “সময় এসেছে ১৩০ কোটি দেশবাসীর আত্মনির্ভর হওয়ার সংকল্প নেওয়ার। আজ দেশবাসীর কাছে আত্মনির্ভরতা এক মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। নিজের পায়ে ভারতকে দাঁড়াতেই হবে।”
We embark on a major movement related to the health sector- start of the National Digital Health Mission.
This Mission will leverage the power of technology to create a healthier India. #AatmaNirbharBharat pic.twitter.com/qzlNN9RPsi
— Narendra Modi (@narendramodi) August 15, 2020
‘এক দেশ, এক স্বাস্থ্যকার্ড’ নিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, “সব ভারতবাসীর একটিই হেলথ আইডি কার্ড থাকবে। দেশের সবার মেডিক্যাল তথ্য রাখার জন্য সব হাসপাতাল, ক্লিনিক এবং চিকিৎসকদের একটি নির্দিষ্ট সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন বা কী ওষুধ খাচ্ছেন, যাবতীয় তথ্য ওই কার্ডে জমা থাকবে। ফলে এক জায়গাতেই সব তথ্য থাকবে।” এরই পাশাপাশি প্রধানমন্ত্রী এও বলেন, “যদি কোনও হাসপাতাল কিংবা কোনও নাগরিক যুক্ত হতে না চান, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা এই সার্ভারে যুক্ত হবেন তাঁদের একটা ইউনিক আইডি দেওয়া হবে। সেই আইডি দিয়েই তিনি এই সার্ভারে যুক্ত হতে পারবেন।”
এরই পাশাপাশি লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের ঘোষণাও করলেন। এই প্রকল্পের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব আসবে বলেও জানান মোদি। দেশের স্বাস্থ্য পরিষেবাকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে এ এক অভিনব চিন্তাধারা বলেই মত পোষণ করছেন বিশেষজ্ঞমহল। ডিজিটাল ভারত গড়ে তোলার ক্ষেত্রে এই ন্যাশনাল ডিজিটাল হেলথ কার্ড প্রধানমন্ত্রীর একটা বড় পদক্ষেপ বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞদের মতে এতে সাধারণ মানুষই লাভবান হবেন।
Comments are closed.