জয়সলমীরে লোঙ্গেওয়ালা সেনা শিবিরে দীপাবলি পালন নরেন্দ্র মোদির
নিজস্ব সংবাদদাতা : শনিবার রাজস্থানের জয়সলমীরে লোঙ্গেওয়ালা সেনা শিবিরে সীমান্তরক্ষী ও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জওয়ানদের দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে নাম না করে ফের চিনকে হুমকি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের কোনও শক্তি ভারতীয় সেনাদের দেশের সীমান্ত রক্ষার কাজ থেকে টলাতে পারবে না। সন্ত্রাসে মদতকারী দেশগুলি-সহ গোটা বিশ্ব দেখেছে, প্রয়োজনে অন্য দেশে প্রবেশ করেও সন্ত্রাসবাদীদের খতম করতে পারে ভারতীয় সেনা।’
এ দিন সেনাবাহিনীর সদস্যদের জন্য দীপাবলি উপলক্ষে মিষ্টি উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জওয়ানদের উদ্দেশে তিনি বলেন, ‘১৩০ কোটি ভারতীয় আপনাদের সঙ্গে রয়েছেন। প্রতিটি নাগরিক আমাদের জওয়ানদের শক্তি ও আত্মত্যাগের জন্য গর্বিত। তাঁরা গর্ব অনুভব করে আপনাদের অদ্যম মনোভাবের জন্য। প্রত্যেক দেশবাসীর হয়ে আপনাদের কাছে আমি দীপাবলির শুভেচ্ছাবার্তা নিয়ে এসেছি।’
आज पूरा विश्व विस्तारवादी ताकतों से परेशान है।
विस्तारवाद एक तरह से मानसिक विकृति है और 18वीं सदी की सोच को दर्शाता है।
इस सोच के खिलाफ भारत प्रखर आवाज बन रहा है। pic.twitter.com/k2fqGbat4U
— Narendra Modi (@narendramodi) November 14, 2020
নরেন্দ্র মোদি চিনের নাম না করে আরও বলেন, ‘কেউ যদি ভারতের ক্ষমতা পরীক্ষা করতে চায় তাকে যোগ্য জবাব দেওয়া হবে। আজ সারা বিশ্ব আগ্রাসন নিয়ে চিন্তিত। এই নীতি আসলে এক মানসিক সমস্যা এবং ১৮ শতকের চিন্তাধারার ফসল। এর বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর তুলেছে ভারত। সীমান্ত সুরক্ষিত রাখায় নিয়োজিত সেনাবাহিনীর সাহসিকতার জন্য গর্বিত ভারত। লোঙ্গেওয়ালার যুদ্ধ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সেই যুদ্ধে পাকিস্তানি সৈন্যদের সমুচিত জবাব দিয়েছিল আমাদের সেনাবাহিনী।’
Comments are closed.