Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মমতার মুখোমুখি শুভেন্দু! একুশের নির্বাচনে মেগা লড়াই নন্দীগ্রামে

নিজস্ব সংবাদদাতা : তিনটি আসন বাদ রেখে মোট ৫৭ আসনের প্রার্থীপদ ঘোষণা করল বিজেপি। প্রথম দু’দফার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করলেন ‌বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। সব জল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রাম থেকেই প্রার্থী হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। একুশের নির্বাচনে সব থেকে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম থেকেই এবার সরাসরি লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর।

অন্যদিকে ডেবরায় লড়াই হতে চলেছে দুই প্রাক্তন আইপিএসের। ডেবরা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন ভারতী ঘোষ। তিনি তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের মুখোমুখি হচ্ছেন। ময়না কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সংগ্রাম দলুই। পুরুলিয়া থেকে বিজেপি টিকিট দিয়েছেন প্রাক্তন বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে। তমলুকে টিকিট পেয়েছেন হরেকৃষ্ণ বেরা। সবংয়ে প্রার্থী হচ্ছেন অমূল্য মাইতি। হলদিয়া কেন্দ্রে টিকিট পেয়েছেন বিদায়ী বাম বিধায়ক তাপসী মণ্ডল।

দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য প্রার্থীতালিকা-

নন্দীগ্রাম- শুভেন্দু অধিকারী

কাঁথি উত্তর- সুনীতা সিংহ

কাঁথি দক্ষিণ- স্বদেশরঞ্জন নায়ার

খেজুরি- শান্তনু প্রামাণিক

ভগবানপুর- রবীন্দ্রনাথ মাইতি

পাশকুঁড়া- দেবব্রত পট্টনায়ক

মেদিনীপুর- সম্বিত দাস

ময়না- অশোক দিন্দা

- Sponsored -

মহিষাদল- বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়

হলদিয়া- তাপসী মণ্ডল

নারায়ণগড়- রামপ্রসাদ গিরি

সবং- অমূল্য মাইতি

ডেবরা- ভারতী ঘোষ

দাসপুর- প্রসন্ন বেরা

দাঁতন- শক্তিপদ নায়েক

খড়গপুর- তপন ভুঁইয়া

গড়বেতা- মদন রুইদাস

পুরুলিয়া- সুদীপ মুখার্জি

মানবাজার- গৌরী সিং সর্দার

রঘুনাথপুর- বিবেকানন্দ বাউরি

জয়পুর- নরহরি মাহাতো

তালডাংরা- শ্যামলকুমার সরকার

গোসাবা- চিত্ত প্রামাণিক

কাকদ্বীপ- দীপঙ্কর জানা

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.