জোড়াবাগানে মামারবাড়িতে বেড়াতে এসে উদ্ধার ৯ বছরের শিশুর বিবস্ত্র মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা: নাবালিকার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল জোড়াবাগান থানা এলাকা। বৃহস্পতিবার সকালে একটি বাড়ি থেকে উদ্ধার হল ৯ বছরের শিশুর বিবস্ত্র মৃতদেহ। অভিযোগ, যৌন নির্যাতনের পর গলা কেটে খুন করা হয়েছে তাকে।
পুলিশ সূত্রে খবর, শিশুটি শোভাবাজার থেকে জোড়াবাগানে মামারবাড়িতে বেড়াতে এসেছিল। সে বুধবার রাত থেকেই নিখোঁজ ছিল। সারারাত অনেক খোঁজাখুঁজি করলেও কোনও খবর পাননি মেয়ের। বৃহস্পতিবার সকালে এলাকারই একটি বহুতলের সিঁড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জোড়াবাগান থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দা বিভাগের কর্তারা। আনা হয়েছে প্রশিক্ষিত কুকুরের দল।
খবর পেয়েই ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ‘যৌন নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন। সমস্ত প্রক্রিয়া মেনে তদন্ত চলছে। শিশুটির পরিবারের সঙ্গে আমরাও ঘটনাস্থলে আছি।’
Comments are closed.