কোভিড বিধি মেনে ট্রেন চলাচলে অনুমতি রাজ্যের, চূড়ান্ত সিদ্ধান্ত ৫ নভেম্বর
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে কোভিড গাইডলাইন মেনে লোকাল ট্রেন চালুর ব্যাপারের সবুজ সংকেত দিল নবান্ন। ট্রেন পরিষেবা নিয়ে এদিন রেল আধিকারিকদের সঙ্গে রাজ্য প্রশাসনের প্রধান কেন্দ্র নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে যাত্রীদের করোনা আবহে নিরাপত্তা নিয়েই চিন্তিত রাজ্য সরকার। রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে কোভিড প্রোটোকল মেনে ট্রেন চালালে রাজ্যের তরফে কোনও বাধা আসবে না। তবে কী কী নিয়ম মেনে কবে থেকে লোকাল ট্রেন চলবে তা চূড়ান্ত ঘোষণা হবে ৫ নভেম্বর।
এদিনের বৈঠকে এক-চতুর্থাংশ ট্রেন চালানোর প্রস্তাব দেয় রাজ্য। পাশাপাশি প্রতিটি ট্রেন ৫০ শতাংশ যাত্রী নিয়ে অর্থাৎ একটি ট্রেনে ১২০০-র বদলে ৬০০ যাত্রী নিয়ে চলাচলের ভাবনার কথাও উঠে এসেছে। এছাড়াও মেট্রোর মতো ই-পাস চালুর ভাবনা, কোন স্টেশন কোন ট্রেন দাঁড়াবে তা নিয়েও আলোচনা হয়েছে। তবে আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবারই চূড়ান্ত হবে শহর ও শহরতলীর ট্রেন চলাচলের বিষয়টি।
Comments are closed.