বৃহস্পতিতে অভিযান যুব মোর্চার, জীবাণুমুক্তকরণের জন্য বিজ্ঞপ্তি দিয়ে ২ দিন বন্ধ নবান্ন
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার বিজেপির রাজ্য যুব মোর্চার ডাকে নবান্ন অভিযান। রাজ্য সরকারের দুর্নীতি, বেকারত্ব ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার দাবিতে অভিযান সফল করতে বদ্ধ পরিকর বিজেপির সর্বস্তরের নেতানেত্রীরা। বিজেপির যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য অভিযানের নেতৃত্ব দেবেন।
এদিকে যুব মোর্চার অভিযান থাকলেও বৃহস্পতি ও শুক্রবার নবান্ন বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। করোনা পরিস্থিতিতে জীবাণুমুক্ত করার জন্যই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বন্ধ থাকবে মহাকরণও। সেখানেও জীবাণুমুক্ত করার কাজ চলবে।
নবান্ন অভিযানের আগের দিন দু’দিন বন্ধ থাকার বিজ্ঞপ্তি জারি করা নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তাঁর দাবি, “ভয় পেয়ে নবান্ন বন্ধ রাখছে মমতার সরকার। এসব অজুহাত ছাড়া কিছুই না।”
Comments are closed.