সঙ্গীতশিল্পী নেহা কক্করের নাম মানিকচক কলেজের মেধাতালিকায়
নিজস্ব সংবাদদাতা : সানি লিওনি, জনি সিনস, মিয়া খলিফার পর এবার নেহা কক্কর। মালদার মানিকচক কলেজের মেধা তালিকায় ভেসে উঠেছে বলিউডের সঙ্গীতশিল্পী নেহা কক্করের নাম। ঘটনা নজরে আসতেই মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিএ পাস কোর্স, এডুকেশন ও ইংরেজি অনার্সের মেধাতালিকায় সবার উপরে রয়েছে নেহা কক্করের নাম। তাঁর নামে প্রাপ্ত নম্বর দেখেই তাদের সন্দেহ হয়। তালিকায় দেখা যাচ্ছে নেহার প্রাপ্ত নম্বর ৬০০। অর্থাৎ ১০০ শতাংশ নম্বর। এই ঘটনায় সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আশুতোষ কলেজ, বজবজ কলেজ, বারাসত গভর্নমেন্ট কলেজের মেধাতালিকায় নাম উঠে এসেছে সানি লিওন, মিয়া খলিফা, জনি সিনস, ড্যানি ড্যানিয়েলস-সহ পর্ন স্টারদের নাম। এবার মানিকচক কলেজে নাম জড়াল সঙ্গীত জগতের নেহা কক্করের নাম। যা নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে। দেখা যাচ্ছে পর্নস্টারদের নাম যে রোল নম্বরের সঙ্গে চ্যাট করা হয়েছে, সেই নম্বরগুলি আসলে কলেজেরই ছাত্র-ছাত্রীদের। এই ধরনের কুরুচিকর কর্মকাণ্ড কীভাবে ঘটছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগও।
Comments are closed.