শৈশবে ফিরে যাওয়ার মিউজিক ভিডিয়ো “ছুটতে ছুটতে থেমে গেছি”
নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে অভিনব ভাবনায় তৈরি হওয়া মিউজিক ভিডিয়ো “ছুটতে ছুটতে থেমে গেছি” উদ্বোধন হল মেদিনীপুর শহরের সদরঘাটে গণপতি বসু স্মৃতি উদ্যানে। রবিবার সন্ধ্যায় গণপতি বসু স্মৃতি মঞ্চে শৈশবের দিনগুলোর নস্টালজিয়ায় বুঁদ হয়ে পড়েন সকলে। আজকের কর্মব্যস্ততায় আমাদের কার না ইচ্ছা করে একটু সুযোগ পেলে শৈশবে ফিরে যেতে। আর আমাদের সেই হারিয়ে যাওয়া শৈশবের দিনগুলোর কথা মাথায় রেখে শিল্পী অর্ণব সেন, তাঁর বন্ধুদের নিয়ে তৈরি করেছেন তাঁর নতুন মিউজিক ভিডিয়োটি।
এই মিউজিক ভিডিয়োতে সহযোগিতা করেছেন বিকাশ তামাং, শুভেন্দু বর, শুভদীপ জানা, স্বস্তি চ্যাটার্জি, এমজে রাজা, সুমন রোম, সৌরভ কোনার, দেবাঞ্জনা চ্যাটার্জি, রেশমী পাল মাইতি, সুদীপ্তা গোস্বামী প্রমুখ। শিশুশিল্পীর ভূমিকায় রয়েছেন সিলভিয়া মাইতি ও স্বর্ণাভ গোস্বামী। মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন অনির্বাণ মিশ্র। বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সোনিক ভয়েস।
এদিনের মিউজিক ভিডিয়ো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিপ্রেমী উদ্যোগপতি চন্দন বসু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় বাংলা চ্যানেলের কর্ণাধার জয়ন্ত মণ্ডল, সমাজকর্মী ও শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, উদ্যোগপতি লক্ষণ বসু প্রমুখ। উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের তরুণ প্রজন্মের একঝাঁক কবি, সাহিত্যিক ও গায়ক-গায়িকারা। সবাইকে স্বাগত জানান অর্ণব সেন। উপস্থিত অতিথিরা মেদিনীপুরের সৃজনশীল সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানান। মিউজিক ভিডিয়োটি বর্তমানে দেখা যাবে ইউটিউব চ্যানেল “অর্ণব মিউজিক অ্যান্ড ফ্রেন্ডস”-এ।
Comments are closed.