মহালয়ায় দিন নারীশক্তিকে শ্রদ্ধা জানাবে মিউজিক ভিডিয়ো “আরশি”

নিজস্ব সংবাদদাতা : দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিন নারীশক্তিকে বিশেষ সম্মাননা জানিয়ে, “আরশি”-র উদ্যোগে একটি নতুন ধরনের ভাবনায় রিলিজ হতে চলছে এক ভিন্ন স্বাদের মিউজিক ভিডিয়ো। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে আনা হয়েছে এই মিউজিক ভিডিয়োটিতে। আমাদের দৈনন্দিন জীবনে সমাজের বিভিন্ন অংশের নারীদের, বিভিন্ন ক্ষেত্রের জীবন সংগ্রামের টুকরো টুকরো কাহিনিকে দৃশ্যায়িত করা হয়েছে জনপ্রিয় গান “অয়ি গিরি নন্দিনী” গানটির মাধ্যমে। গানটি গেয়েছেন সুপর্ণা ওঝা। মিউজিক সংযোজন করেছেন অ্যারোন ডার্নাল। পুরো বিষয়টির চিন্তাভাবনা ও সিনেমাটোগ্রাফি অয়ন দাসের। তাঁকে সহযোগিতা করেছেন স্বাতী দে। এডিটের কাজ করেছেন সৌরভ কোনার।
ঝাড়গ্রামের আদিবাসীপাড়া, খড়্গপুরের কিন্নরপাড়া, মোহনপুরের মৃৎশিল্পীপাড়ার মহিলাদের থেকে শুরু করে সমাজের আরও বিভিন্ন ক্ষেত্রের মহিলাদের জীবন সংগ্রামের টুকরো টুকরো খণ্ডচিত্র উঠে এসেছে এই মিউজিক ভিডিয়োটিতে।
Comments are closed.