ভাঙল ‘নদিম শ্রবণ’ জুটি! করোনায় প্রাণ গেল শ্রবণের
নিজস্ব সংবাদদাতা : ৬৬ বছরে করোনায় প্রাণ কাড়ল শ্রবণ রাঠোরের। নয়ের দশকের বলিউডে হিট সংগীত পরিচালক ছিলেন ‘নদিম-শ্রবণ’ জুটি। গত কয়েকদিন ধরে মুম্বইয়ের এসএল রাহিজা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শ্রবণ। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেটর সাপোর্টও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার চিরতরে ভেঙে গেল ‘নদিম শ্রবণ’ জুটি। মৃত্যুকালে শ্রবণের বয়স হয়েছিল ৬৬ বছর।
প্রিয় বন্ধুর মৃত্যুতে কান্নায় ভাসলেন নদিম। বন্ধুর মৃত্যুতে নদিম বলেন, ‘এক অসীম শূন্যতার সৃষ্টি হয়েছে। ভীষণ অসহায় লাগছে নিজেকে। ভাইকে শেষবারের জন্যও দেখতে পেলাম না।’ ‘পরদেশ’,’ রাজা হিন্দুস্তানি’,’সড়ক’,’সাজান’,’আশিকী’ প্রভৃতি সুপারহিট ছবির সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ‘নদিম-শ্রবণ’ জুটি। সুরকারের মৃত্যুতে শোকের ছায়া বলিউডজুড়ে।
Comments are closed.