মোদির জন্মদিনে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ক্ষীরের শ্রীরামচন্দ্র

শোভাঞ্জন দাশগুপ্ত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ ৭০তম জন্মদিন। সারা দেশ তথা রাজ্যজুড়ে নরেন্দ্র দামোদর দাস মোদি জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোদির জন্মদিনকে মান্যতা দিয়ে বিজেপির তরফে দেশজুড়ে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
সারা দেশের পাশাপাশি মোদির জন্মদিনটি পালন করা হল রাজ্যের বিভিন্ন জায়গায়। মূল অনুষ্ঠানটি হল রাজ্য বিজেপির দফতর মুরলী ধর লেনে। বিজেপি নেতা রাহুল সিনার উপস্থিতিতে বিজেপিকর্মী নারায়ণ চ্যাটার্জির পরিকল্পনায় বাজি পোড়ানো এবং মিষ্টি বিতরণ করা হয়। এদিন ২ কেজি ১৮ গ্রাম ওজনের ক্ষীরের ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরি করা হয়। আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে এলেই বিজেপি কর্মীরা তাঁর হাতে তুলে দেবেন এই ক্ষীরের শ্রীরাম মূর্তি।
বিজেপির নেতামন্ত্রীরা তো বটেই, বিরোধী নেতারাও প্রধানমন্ত্রীকে ট্যুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধিও। অন্যদিকে ‘আপনাকে পেয়েছি আমরা ভাগ্যবান!’ বলে জন্মদিনের ট্যুইট করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
Comments are closed.