Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

টানা বৃষ্টিতে বানভাসি মুম্বই, জারি লাল সতর্কতা

দীশানি খাণ্ডেলকর, মুম্বই

প্রবল বৃষ্টিতে বানভাসি মুম্বই-সহ মহারাষ্ট্র। বৃষ্টিতে পুরো মহারাষ্ট্র জুড়ে শুধুই জল-যন্ত্রণার জলছবি। সোম ও মঙ্গলবার প্রবল বৃষ্টিতে শহরতলির বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতিতে দিশেহারা মানুষজন। আজ মঙ্গলবার ও বুধবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জলমগ্ন হয়ে পড়েছে থানে, আন্ধেরী সাবওয়ে, মালাদ সাবওয়ে, মিলান সাবওয়ে, কিং সার্কেল, দাদার, রায়গড়-সহ বিভিন্ন এলাকাও।

- Sponsored -

ইতিমধ্যেই জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্যে বিদ্যুৎ সবরাহ এবং বাস পরিষেবা অন্য ভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বৃহন্মুম্বই পুর নিগম। এদিকে প্রবল বৃষ্টির কারণে মঙ্গলবার সব শুনানি স্থগিত রাখা হয়েছে বম্বে হাইকোর্ট। বুধবার মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে বম্বে হাইকোর্টের তরফে। মালাদ এলাকায় ধস নামার পাশাপশি এখনও পর্যন্ত মোট ২৬টি এলাকা প্লাবিত বলে জানা গিয়েছে। কোথাও হাঁটু জল, তো কোথায় বুক সমান জলও জমেছে। গোরেগাঁও, দাদর, শিবাজি চক, কুরলা বাস ডিপো, সিয়ন রোড, বান্দ্রা টকিজের মতো এলাকাগুলি।

উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মহারাষ্ট্র উপকূল জুড়েই ঝোড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে মৌসম ভবন। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূল এবং নীচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই পুর নিগম।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.