Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ওয়ার্নারদের ৩৪ রানে হারিয়ে ফের শীর্ষে রোহিতের দল

অমিয় রায়

ফের আরও একবার হাইস্কোরিং ম্যাচের সাক্ষী থাকল ঐতিহাসিক শারজা ক্রিকেট স্টেডিয়াম৷ তবে এবার রান তাড়া করতে নেমে দু’শো রান তুলতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ৷ তাদের ৩৪ রানে হারিয়ে ফের একবার পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স৷ এদিন টস জিতে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স স্কোর বোর্ডে ২০৮ রান যোগ করে। রোহিত শর্মা ফ্লপ করার পর আইপিএল ১৩-তে প্রথমবার বড় রান পেলেন বাঁ-হাতি ডি’কক। তিনি ৬৭ রান করেন। কাইরন পোলার্ড ও ক্রুনাল পাণ্ডিয়ার ঝোড়ো ইনিংসের সাহায্যে হায়দরাবাদের সামনে বড় রানের টার্গেট রাখে তারা৷ শেষ ওভারে ক্রুনাল পাণ্ডিয়ার ৪ বলে ২০ রানের ইনিংসকে মুম্বইকে ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে৷ শেষ পাঁচ ওভারে ৬১ রান তুলেছিল মুম্বই৷ তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের৷ ম্যাচের প্রথম ওভারেই রোহিতকে ডাগ-আউটে ফেরত পাঠিয়েছিলেন সন্দীপ শর্মা৷ ব্যক্তিগত ৬ রানে আউট হন মুম্বই অধিনায়ক৷

- Sponsored -

জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৭৪ রান থেমে যায় সানরাইজার্স হায়দরাবাদ৷ এর ফলে পাঁচ ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট তালিকায় ছ’নম্বরে নেমে গেল ওয়ার্নার অ্যান্ড কোং৷ রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়নি সানরাইজার্সের৷ ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো ওপেনিং জুটিতে ৪ ওভারে ৩৪ রান তোলে৷ বেয়ারস্টো ১৫ বল ২৫ রান করে আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন ওয়ার্নার৷ ক্যা্প্টেনকে সঙ্গ দেন মনীশ পাণ্ডে৷ কিন্তু তিনিও ১৯ বলে ৩০ রান করে আউট হওয়ার পর লড়াই চালিয়ে যান ওয়ার্নার৷ কেন উইলিয়ামসন ও প্রিয়ম গর্গকে দ্রুত ডাগ-আউটে ফেরত পাঠিয়ে ওয়ার্নারের উপর আরও চাপ বাড়িয়ে দেন মুম্বই বোলাররা৷ জেমস প্যাটিনসন ওয়ার্নারকে তুল নেওয়ার পর ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় মুম্বই৷ ৪৪ বলে ৬০ রান করে ডাগ-আউটে ফেরেন ওয়ার্নার৷ এরপর আর সানরাইজার্সকে ম্যাচ ফিরতে দেয়নি মুম্বই ইন্ডিয়ান্স বোলাররা৷ আবদুল সামাদ ৯ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না৷

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.