আইসিসির তালিকায় একাধিক ভারতীয়, টি ২০-তে দ্বিতীয় রাহুল, ওয়ানডেতে শীর্ষে বিরাট-রোহিত
সৌরভ রায়
বুধবার ওয়ানডে, টেস্ট এবং টি-২০ র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। টি-২০ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসে ফের নিজেকে প্রমাণ করলেন ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল। ওই তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তিন নম্বরে রয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টি-২০ তালিকায় ১০ নম্বরে নেমেছেন বিরাট কোহলি। অন্যদিকে একদিনের র্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রাখলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক তথা বিরাটের ডেপুটি রোহিত শর্মা।
বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা একদিনের তালিকার শীর্ষে রয়েছেন। তবে টেস্টের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স। যাঁকে কেকেআর-এর হয়ে খেলতে দেখা যাবে এই আইপিএল মরশুমে। বোলারদের টি-২০ তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে পারফরম্যান্সের পর টেস্টে প্রথম ১০-এর তালিকায় প্রবেশ করেছেন জেমস অ্যান্ডারসন। এছাড়াও টেস্টে অল রাউন্ডারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। টিমগুলির মধ্যে ওয়ানডের তালিকায় দ্বিতীয় ও টেস্ট এবং টি ২০-তে তৃতীয় স্থানে রয়েছে ভারত।
Comments are closed.