চেন্নাইয়ের হাসপাতালে প্রয়াত মুকুল-জায়া কৃষ্ণা রায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা : চেন্নাইয়ের হাসপাতালে প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন তিনি। ভেন্টিলেশনে থাকার পর ২ সপ্তাহ তাঁকে রাখা হয়েছিল একমো সাপোর্টে। মঙ্গলবার ভোর পৌনে পাঁচটা নাগাদ মৃত্যু মুকুল-জায়ার। ১১ মে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এরপর ফুসফুস প্রতিস্থাপনের জন্য চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সঙ্গে গিয়েছিলেন ছেলে শুভ্রাংশু রায়। বুধবার সকাল ৭টায় মায়ের মরদেহ নিয়ে ফিরবেন শুভ্রাংশু। পালৌকিক ক্রিয়া সম্পন্ন হবে বুধবারই।
মুকুল-জায়ার মৃত্যুর খবরে মুকুল রায়ের সল্টেলেকের বাড়িতে যান পার্থ চট্টোপাধ্যায়, সুজিত বসু-সহ অন্যান্য নেতারা। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যান মুকুল রায়ের সঙ্গে দেখা করতে। মমতা বলেন, ‘ভেবেছিলাম সুস্থ হয়ে উঠবে। সবরকম চেষ্টা করা হয়েছিল। কিন্তু কিছু করা গেল না।’
Comments are closed.