সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় চার্জশিটে নাম মুকুল রায়ের
নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় নদিয়ার রানাঘাট আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করল সিআইডি। চার্জশিটে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের নাম রয়েছে। আদালতে পেশ করা অতিরিক্ত চার্জশিটে মুকুল রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছে সিআইডি। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন) এবং ১২০ ধারা (ষড়যন্ত্র)-য় অভিযুক্ত করা হয়েছে মুকুল রায়কে।
২০১৯-এর ৯ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের রাতেই নদিয়ার হাঁসখালিতে খুন হন সত্যজিৎ বিশ্বাস। এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারী-সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে তিন জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিআইডি। ঘটনায় নাম জড়িয়ে পড়ে মুকুল রায় ও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। ইতিমধ্যে মুকুলকে একাধিকবার জেরাও করে সিআইডি। প্রাথমিক চার্জশিটে মুকুল-জগন্নাথের নাম না থাকলেও ‘সন্দেহভাজন’ তালিকায় নাম থাকে দুই জনেরই। পরে সেপ্টেম্বরে জগন্নাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিআইডি। পরে জামিনে মুক্তি পান তিনি।
শনিবার রানাঘাট অতিরিক্ত দায়রা আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি। সেখানেই সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় মুকুল রায়ের নাম রাখা হয়েছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে খুনের ঘটনার আগে ও পরে দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ ছিল মুকুল রায়ের।
Comments are closed.