হাইকোর্টের রায়কে সমর্থন মুকুল রায়ের

শোভাঞ্জন দাশগুপ্ত
ষষ্ঠীর সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ভার্চুয়ালি উদ্বোধন হতে চলেছে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে (EZCC)-র দুর্গোৎসব। প্রস্তুতি প্রায় পুরোটাই সারা হয়েছে। পুরো পুজোটি সম্পূর্ণ হবে হাইকোর্টের নির্দেশ মেনে। তবে EZCC-র দুর্গোৎসবে ডোনা গাঙ্গুলির হাত ধরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে, জানিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। পাশাপাশি সমস্ত পুজো অনুষ্ঠানটি দর্শকদের ভার্চুয়ালি দেখানো হবে। কোনও রকমের জনসমাগম হবে না এই দুর্গাপুজোয়। এদিন হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়ে মুকুল রায় বলেন, “হাইকোর্টের রায়কে মাথায় রেখে সমস্ত অনুষ্ঠানটি সম্পন্ন করতে হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, কোনওরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না।”
পাশাপাশি, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা দিবস ২১ অক্টোবরের কথা মাথায় রেখে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়ে মুকুল রায় বলেন, “আজকে একটা ঐতিহাসিক দিন। এই দিনে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। সেজন্যই এই দিনটাকে সবার স্মরণে রাখা উচিত।”
Comments are closed.