পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়, ক্ষোভে ওয়াক-আউট বিজেপির
নিজস্ব সংবাদদাতা : বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন মুকুল রায়। শুক্রবার মুকুল রায়ের নাম ঘোষণা করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের নাম ঘোষণা হতেই বিধানসভায় হট্টগোল শুরু করে দেয় বিজেপি। বিক্ষোভ দেখানোর পর ওয়াক-আউটও করে গেরুয়া শিবির।
এদিন সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘অধিবেশনে বিরোধী দলকে কোনও কথা বলারই সুযোগ দেওয়া হয়নি। রীতি অনুযায়ী বিরোধী দল থেকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন। বিজেপির কেউ মুকুল রায়ের প্রস্তাবক ছিলেন না। তাহলে কীসের ভিত্তিতে মুকুলকে চেয়ারম্যান করা হল? শাসক দল তার ক্ষমতা দেখিয়ে সেই রীতি ভঙ্গ করেছে। সরকারের খরচ করার যেমন অধিকার আছে, তেমনই বিরোধী দলের অধিকার আছে, সেই ব্যয় পরীক্ষা করে খতিয়ে দেখার। এই সরকার ২০১৭-’১৮ সাল থেকে ক্যাগ রিপোর্ট করায়নি। জিটিএর অডিট করে না ২০১২-’১৩ থেকে। কমিটির চেয়ারম্যান মনোনীত করে অধ্যক্ষ ক্ষমতা বলে বিধানসভার চিরাচরিত রীতি ভাঙলেন।’
Comments are closed.