Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিজেপির জাতীয় সহ-সভাপতি মুকুল রায়, পদ হারালেন রাহুল সিনহা

শোভাঞ্জন দাশগুপ্ত ও বীরেন ভট্টাচার্য

সভাপতি হওয়ার প্রায় ৮ মাস পর দলের নতুন টিম তৈরি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পশ্চিমবঙ্গ থেকে দলের জাতীয় সহ-সভাপতি হলেন তৃণমূল থেকে পদ্ম শিবিরে যোগ দেওয়া মুকুল রায়। মুকুল রায়ের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সর্বভারতীয় সম্পাদক পদ পেয়েছেন বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। বিজেপির সর্বভারতীয় মুখপাত্রদের তালিকায় জায়গা হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার। অন্যদিকে, পদ্ম শিবিরের জাতীয় কমিটি থেকে বাদ পড়লেন রাহুল সিনহা। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরানো হল রাহুল সিনহাকে।

- Sponsored -

এছাড়াও সহ-সভাপতি করা হয়েছে ডক্টর রমন সিং, অন্নপূর্ণা দেবী, বৈজয়ন্ত জয় পান্ডা-সহ ১২ জনকে। বিজেপির ৮ জন সাধারণ সম্পাদকেরও নাম এদিন ঘোষণা করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। কর্নাটকের সাংসদ তেজস্বী সূর্যকে দলের যুব মোর্চার সভাপতি করা হয়েছে।

২০১৭ সালে বিজেপিতে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়। ঘাসফুল শিবিরের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকা মুকুল রায় পদ্মবাগানে প্রবেশ করলেও কোনও পদে এতদিন পর্যন্ত রাখা হয়নি তাঁকে। ফলে বঙ্গ রাজনীতির চাণক্যকে গেরুয়া শিবির কীভাবে ব্যবহার করবে তা নিয়ে গুঞ্জন চলছিল রাজনৈতিক মহলে। এদিন সেই জল্পনার অবসান হল। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়কে দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে মোক্ষম চাল দিলেন গেরুয়া শিবিরের শীর্ষকর্তারা, এমনটাই মত রাজনৈতিক মহলে। একদিকে বিহার, অন্যদিকে তার কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই দলের অন্দরে রদবদল করল গেরুয়া ব্রিগেড।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.