করোনা সতর্কতায় সোশ্যাল মিডিয়ায় বার্তা সাংসদ মহুয়া মৈত্রের
বেঙ্গল ফাস্ট : ফেসবুক ভিডিও থেকে সবাইকে লকডাউন স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানালেন তৃণমূল সংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ অনেক ক্ষেত্রেই নিয়ম-কানুন যেমন মাস্ক পরার মতো নিয়ম মেনে চলছেন না পুলিশ, সিআরপিএফ, বিএসএফ কর্মীরা। তাঁদেরও বিধি মেনে চলার আহ্বান জানান তিনি। তৃণমূল সাংসদের আরও অভিযোগ ফ্যান না চলায় কোয়ারান্টিন সেন্টার থেকে পালিয়ে গেছেন কয়েকজন। তাঁদের সবাইকে নিয়ম মেনে চলার অনুরোধ জানান মহুয়া মৈত্র।
https://www.facebook.com/MahuaMoitraOfficial/videos/373200560315971/?t=1
ভিডিওবার্তায় মহুয়া জানিয়েছেন, এলাকার সব জায়গায় একটা গা-ছাড়া ভাব দেখা দিয়েছে। দোকান, বাজার, হাট যেখানেই যাচ্ছি আমি দেখতে পাচ্ছি ১০ জনের মধ্যে ৬জনের মাস্ক পরা নেই। তিন জনের যদি মাস্ক পরা আছে তো তা গলা অবধি নামানো। এরকম গা-ছাড়া ভাব যদি হয় তবে অনেক কষ্টের পর একটা স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছিল। কিন্তু গত দু সপ্তাহে দেখা যাচ্ছে সংক্রমণ বাড়ছে। কন্টেন্টমেন্ট জোন করতে হচ্ছে। প্রথমদিকে মানুষের যা সতর্কতা ছিল তা আস্তে আস্তে ঢিলে হয়ে যাচ্ছে।পাশাপাশি পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, কোয়ার্ক ডাক্তার আপনারাও বাইরে থেকে এলে ৭ দিনের জন্য স্কুলে কোয়ারিন্টেনে থাকুন। মাস্ক, স্যানিটাইজার, সাবান ব্যবহার করুন। সরকার বলছে কলকাতায় কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে, তা যদি জেলায় হয় তবে সামলানো মুশকিল হয়ে যাবে। তাই সতর্ক হোন। তাহলে আবার আমরা স্বাভাবিকতার দিকে এগিয়ে যেতে পারি।
Comments are closed.