Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সংসদে বসে পর্ন ছবিতে মজে সাংসদ, মন নেই বাজেট আলোচনায়!

বেঙ্গল ফাস্ট : সংসদে চলেছে গুরুত্বপূর্ণ আলোচনা। আর আলোচনায় কর্ণপাত না করে ঘুমিয়ে পড়েছেন সাংসদ। এমন দৃশ্য বহুবার সামনে এসেছে। তা নিয়ে তো অনেক সমালোচনাও হয়েছে। কিন্তু বাজেট নিয়ে যখন সংসদে গুরুগম্ভীর আলোচনা চলছে, কী ভাবে পাওয়া যাবে মুক্তি, তখন কিনা অধিবেশনে বসে নীল ছবি দেখছেন এক সাংসদ! ভাবা যায়। লাস্যময়ী তরুণীর খোলামেলা ছবি মোবাইলে দেখতে মগ্ন সাংসদ। একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ড নিয়ে গোটা দেশেই ধিক্কার পড়ে গেছে। সিসিটিভি ফুটেজে সে দৃশ্য ধরা পড়ার পর বেশ বিপাকেই সেই সাংসদ।

- Sponsored -

বাজেটে অধিবেশনে মনোযোগ না দিয়ে সংসদে বসেই পর্ন ছবি দেখে ইতিমধ্যেই শিরোনামে থাইল্যান্ডের সাংসদ রনথেপ অনুওয়াতে। সিসিটিভিতে দেখা যাচ্ছে মোবাইলে একের পর এক নীল ছবি দেখে যাচ্ছেন তিনি। যে সব নীল ছবি দেখছিলেন ওই সাংসদ, তার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে এক তরুণী তার শরীরের উপরের দিকের পোশাক খুলছেন এবং অন্য ছবিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ উলঙ্গ হয়ে একটি শয্যায় শায়িত অবস্থায় রয়েছেন ওই তরুণী। প্রায় দশ মিনিট ধরে বেশ উপভোগ করে দেখলেন ওই নীল ছবি। শুধু তাই নয়, মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা ছবি ভাল করে দেখতে বার বার স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নিজের মাস্কও সরিয়ে ফেলেছিলেন পর্নপ্রেমী এই সাংসদ।

তবে নিজের ছবি ভাইরাল হওয়ার পর বিন্দুমাত্র কুণ্ঠিত হননি এই এমপি। উল্টে সাফাই গেয়ে তিনি বলেছেন যে, কোনও এক মহিলা তাঁকে এই সব নীল ছবি পাঠিয়েছেন। তিনি বিপদে পড়ে তাঁর থেকে সাহায্য চাইছেন। তাই তিনি বারবার এইসব ছবি মনোযোগ দিয়ে দেখছিলেন। তবে সাংসদমশাইয়ের এহেন যুক্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন নেটিজেনরা। সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর সংবাদমাধ্যমে নিশানায় পড়ে গেছেন এই এমপি। ঘটনার কথা জেনে এমপি রনথেপ অনুওয়াতেকে জরুরি তলব করেছেন থাইল্যান্ড সরকার। তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয় কিনা সরকার এখন সেটাই দেখার।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.