Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ালেন সাংসদ অভিনেতা দেব

সুদীপ চট্টোপাধ্যায়

করোনা আতঙ্কে জেরবার শহরবাসী। তার উপর দীর্ঘ দিনের লকডাউনে করুণ পরিস্থিতি হয়েছে সকলেরই। তবে বর্তমানে সবথেকে বেশি আর্থিক সঙ্কটে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। করোনায় কাজ চলে গিয়ে হাহাকারে পড়েছেন লক্ষাধিক পরিযায়ী শ্রমিক। কিছুদিন আগে রাজ্যের বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে এনেছিলেন সাংসদ-অভিনেতা দেব (দীপক অধিকারী) ।

- Sponsored -

শুধু তাই নয় দুঃস্থ বা করোনা আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। এবারও নিজের কথা রাখলেন তিনি। সম্প্রতি কলকাতার করোনা আক্রান্ত এক মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ালেন সাংসদ অভিনেতা দেব। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন যাদবপুরের এই বাসিন্দা। গত সোমবারই তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তবে আর ৫জনের মতন বেশ কয়েক জায়গা ঘুরেও হাসপাতালে ভর্তি হতে পারেননি তিনি। সকলেই বেড খালি নেই বলে ফিরিয়ে দিয়েছেন তাঁকে। কিন্তু তাঁর পরিবারেরে দাবি কেপিসি মেডিক্যাল কলেজে হাসপাতালে বেড থাকা সত্ত্বেও তাকে ভর্তি নেওয়া হয়নি। ফলে দুশ্চিন্তায় ছিলেন রোগী ও তাঁর পরিবার।

এরপর ঘটনাটি নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ওই ব্যক্তি। আর সেই পোস্ট টলি সুপারস্টার দেবের নজরে পড়তেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। তড়িঘড়ি সেই পোস্ট দেখেই করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা করেন দেব। পোস্টেই রোগীর আত্মীয়র ফোন নম্বরে যোগাযোগ করে সমস্ত ডিটেলস নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলে রোগীর বেডের ব্যবস্থা করেন তিনি। দেবের তৎপরতায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। রাজনৈতিক নেতাদের মিথ্যা প্রতিশ্রুতিতে বাংলার মানুষ যেখানে প্রায়শই আশাহত হন, সেখানে অভিনেতা দেবের এই ভূমিকা নিসন্দেহে প্রশংসনীয়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.