করোনার থাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে, বাড়ল উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা : করোনার থাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে। সোমবার রাতেই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
বেশ কয়েকদিন ধরেই রুজিরার স্ত্রীর শরীরে অসুস্থতার কথা জানান দিচ্ছিল। করোনা সংক্রমণের নানা উপসর্গও দেখা দিচ্ছিল। অসুস্থতা ক্রমশই বাড়তে থাকে। সোমবারই তাঁর কোভিড টেস্ট করানো হয়। রিপোর্ট হাতে আসার পরই জানা যায় রুজিরা করোনা আক্রান্ত। এরপর আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। সোমবার রাতেই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গত বছরই পুত্রসন্তানের মা হয়েছেন রুজিরা। তাঁর মেয়ে আজানিয়াও যথেষ্ট ছোট। খুদে আয়াংশ এবং আজানিয়ার মা রুজিরার সংক্রমিত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগে গোটা পরিবার।
Comments are closed.