বদলে গেল নাম, মোতেরা এবার নরেন্দ্র মোদি স্টেডিয়াম
নিজস্ব সংবাদদাতা : উদ্বোধনেই চমক। বদলে গেল মোতেরা স্টেডিয়ামের নাম। নতুন নাম হল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। বুধবার আহমেদাবাদে ভারত বনাম ইংল্যান্ডের দিন-রাতের টেস্টের আগে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই মোতেরায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যদিও ক্রিকেট স্টেডিয়াম-সহ গোটা স্পোর্টস এনক্লেভের নামকরণ করা হয় সর্দার প্যাটেলের নামে। স্টেডিয়ামে দর্শকাসন ১ লক্ষ ১০ হাজার। রয়েছে চারটি ড্রেসিংরুম।
…from the alleys, to the open fields in hinterlands.
Cricket is not just a game, but a passion in India, and it is only befitting that the largest cricket stadium in the World is now in India.Congratulations to @BCCI ,@GCAMotera and all cricket fans. pic.twitter.com/piw8yFrFfg
— Prakash Javadekar (@PrakashJavdekar) February 24, 2021
এদিন রাষ্ট্রপতি কোবিন্দ এবং তাঁর স্ত্রী ভূমিপুজোতেও অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, বিসিসিআই সচিব জয় শাহ। এছাড়াও ছিলেন প্রশাসন এবং ক্রীড়াজগতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও। প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়ামের নামকরণ হলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । সশরীরে অনুষ্ঠানে থাকতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের অনুষ্ঠানিক যাত্রা শুরু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সৌরভ।
অনুষ্ঠানে স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ বলেন, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম-সহ সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভের পাশাপাশি নারানপুরেও একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হবে। তিনিটি জায়গাই আন্তর্জাতিক পর্যায়ের খেলাধুলো আয়োজন করতে পারবে। আহমেদাবাদকে পরিচিত হবে স্পোর্টস সিটি হিসেবে।’
Comments are closed.