আইপিএল নাইট শিবিরে চিন্তা বাড়ালেন মর্গ্যান
বেঙ্গল ফাস্ট : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে অজিদের ব্যাটিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে মর্গ্যানের হাতে চোট লাগে। মার্কাস স্টোয়েনিসের একটি শট বাঁচাতে গিয়ে মর্গ্যান শরীর ছুড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়েন। এতেই হাতের আঙুলে চোট পান মর্গ্যান। ফলে কেকেআর শিবিরে চিন্তা বাড়ালেন ইয়ন মর্গ্যান। ভিডিয়োতে ধরা পড়েছে, ডান হাতের রিং ফিঙ্গারে উপরের অংশটি বেঁকে যায়। চোট মর্গ্যানকে বেশ কিছুক্ষণ কাতরাতেও দেখা যায়। এরপর ইংল্যান্ড দলের ফিজিওর থেকে শুশ্রুষা নেন মর্গ্যান। আঙুলে বড় চোট পেলেও মর্গ্যান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করেন। যা নিয়ে দলের এক ক্রিকেটার প্রশংসা করেন। যেখানে ওই ক্রিকেটার জানিয়েছেন, ‘মর্গ্যানের আঙুল ভেঙেছে। এরপরও ও সাহসের সঙ্গে ফিল্ডিং করে গিয়েছে। এমন অধিনায়ককে পেয়ে আমি গর্বিত। ভাঙা আঙুল নিয়েও মর্গ্যান ম্যাচ খেলে যেতে পারেন।’
প্রসঙ্গত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে মর্গ্যানের চোট নিয়ে অবশ্য কোনও ঘোষণা করা হয়নি। তারকা ক্রিকেটার নাইট রাইডার্সের মিডল অর্ডারে ব্যাটিং স্তম্ভ হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
আইপিএল শুরু আগেই নাইট শিবিরে ইতিমধ্যে চোট চিন্তা গ্রাস করেছে। কাঁধের চোটের কারণে এবছর হ্যারি গার্নিকে পাচ্ছে না কেকেআর। সেপ্টেম্বরেই তাঁর কাঁধে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। বাঁ-হাতি পেসারকে হারানোর পর এবার বাঁ-হাতি ব্যাটমস্যান মর্গ্যানকে হারাতে হলে আরও বড় চিন্তায় পড়বে নাইট রাইডার্স।
Comments are closed.