সংসদের বাদল অধিবেশন শুরু ১৪ সেপ্টেম্বর

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
১৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সভার কাজ চলবে ১ অক্টোবর পর্যন্ত। সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে সংসদের অধিবেশন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সংসদের অধিবেশনে করোনার সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বলে সূত্রে খবর।
বাদল অধিবেশনের দিনগুলিতে কোনও সাপ্তাহিক ছুটির দিন থাকবে না। তবে সর্বদলীয় বৈঠকেই সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। সংসদের দু’টি কক্ষে মোট ১৮ বার সভার কাজ বসবে বলে সূত্রের খবর। তবে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, সেই জন্য আরও কিছু দিন অধিবেশনের দিন বাড়ানোর দাবি করেছে বিরোধীরা। করোনা ভাইরাসের এই আবহেই সংসদ খোলাই বড় চ্যালেঞ্জ বলে দাবি সরকার পক্ষের। সব সময়ের জন্য যাতে জমায়েত না হয়, তার জন্য দুই কক্ষেই সময় বদলের কথা ভাবছে সরকার। যাতে সব রকম ভাবে স্যানিটাইজ এবং দূরত্ব মেনে চলা হয় সেদিকে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
Comments are closed.