‘এটা সংসদ, গুজরাতের জিমখানা নয়’, প্রশ্নোত্তর পর্ব নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে তোপ তৃণমূলের
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
১৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এবারের বাদল অধিবেশনে করোনা ভাইরাস এবং তার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে অন্যভাবে পরিচালিত হবে সংসদ। সামাজিক দূরত্ববিধি মেনে চলা ছাড়াও একই সময়ে রাজ্যসভা ও লোকসভা চালানো হবে না বলে সূত্রের খবর। এছাড়াও জানা গিয়েছে এবারের বাদল অধিবেশনে শনিবার ও রবিবার সংসদ খোলা থাকবে। তবে বিরোধ শুরু হয় প্রশ্নোত্তর পর্ব না রাখার কারণে। অতিমারীকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে বিরোধীরা। প্রবল সমালোচনার মুখে কেন্দ্রের তরফে জানানো হয় শুধুমাত্র লিখিত প্রশ্নের জবাব দেওয়া হবে এবারের বাদল অধিবেশনে। আর তাই নিয়ে এবার তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি তোপ দেগে তিনি বলেন, “এটা সংসদ, গুজরাতের জিমখানা নয়।”
ডেরেক আরও বলেন সরকার যেখানে মন্ত্রীদের মাধ্যমে সংসদের বিরোধীদের প্রশ্নের জবাব দিতে বাধ্য, সেখানে শুধুমাত্র লিখিত প্রশ্নেরই উত্তর দেওয়া হবে? কেন এরকম করা হচ্ছে?” এর আগে সংসদে প্রশ্নোত্তর পর্ব না রাখার ঘোষণায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ডেরেক। অতিমারীকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার গণতন্ত্রের টুঁটি চেপে ধরতে চাইছে বলেও অভিযোগ করেন ডেরেক ও’ব্রায়েন। এমনকী ট্যুইট করে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেন কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুরও।
Comments are closed.