Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কেরলে আজই ঢুকছে বর্ষা, পশ্চিমবঙ্গে কবে নিশ্চিত করল না মৌসম ভবন

নিজস্ব সংবাদদাতা : আজ বৃহস্পতিবার কেরল উপকূল দিয়ে বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা দেশে। দক্ষিণ আরব সাগরের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের মূল ভূখণ্ডের প্রায় দোরগোড়ায় ইতিমধ্যেই পৌঁছে গেছে বলে জানিয়েছে মৌসম ভবন। ভারতের আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, ‘১ জুন থেকে কেরলে অল্পবিস্তর বর্ষা শুরু হলেও দক্ষিণ-পশ্চিম বায়ু শক্তি সঞ্চয় করায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। উপগ্রহ চিত্র অনুযায়ী, কেরলের উপকূল ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগরে যে পরিমাণ মেঘ তৈরি হয়েছে, তাতে আজই সরকারিভাবে বর্ষা শুরু হচ্ছে কেরলে। আগামী চার মাস ধরে ভারতে জারি থাকবে বর্ষার মরশুম। জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭৫ শতাংশ।’ মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও জানান, ‘চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায়।’

- Sponsored -

তবে পশ্চিমবঙ্গে কবে নাগাদ বর্ষা আসবে, সেব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারেনি কেন্দ্রীয় আবহাওয়া দফতর। সাধারণভাবে কেরলে বর্ষা ঢোকার কয়েকদিন পরেই বর্ষা আসে বাংলায়। আবহাওয়াবিদদের মতে, কেরলে কিছুটা পরে বর্ষা এলেও তার জন্য পশ্চিমবঙ্গেও বর্ষা ঢুকতে কয়েকদিন দেরি করবে এমনটা নাও হতে পারে। বর্ষা বাংলায় ঢোকাটা সবটাই নির্ভর করছে মৌসুমি বায়ুর স্রোতের অগ্রগতির উপর।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.