আরা এফসির বিরুদ্ধে জয়ী মহামেডান, আচমকাই কোচের ইস্তফা
অমিয় রায়
রবিবার আইলিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচে আরা এফসিকে ৪–১ গোলে হারাল সাদা–কালো ব্রিগেড। কিন্তু ম্যাচের পরই আচমকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহামেডানের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান ইয়ান ল। এখনও পর্যন্ত তাঁর ইস্তফা দেওয়ার সঠিক কারণ জানা যায়নি। তবে কানাঘুষো খবর, ক্লাব–কর্তাদের সঙ্গে মনোমালিন্যের কারণেই সরে দাঁড়ালেন ইয়ান। এই প্রসঙ্গে আবার ক্লাবের তরফ থেকেও বিবৃতি দিয়ে ইয়ান ল–কে সঙ্গে সম্পর্কছেদের কথা জানানো হয়েছে।
করোনা আবহে সবেমাত্র শুরু হয়েছে আই লিগ সেকেন্ড ডিভিশন। ভাল দল গড়লেও প্রথম ম্যাচে গারওয়াল এফসির বিরুদ্ধে মাত্র ১ গোলে জয় পায় মহামেডান। আর সেই গোলের জন্যও অপেক্ষা করতে হয় ৯০ মিনিট পর্যন্ত। আর রবিবারের ম্যাচে আচমকাই দলে ছয় পরিবর্তন। আর আরা এফসির বিরুদ্ধে ম্যাচটিও ৪–১ গোলে ঙজিতল সাদা কালো ব্রিগেড। গোল করলেন প্লাজা, নেপালি স্ট্রাইকার অভিষেক রিজাল (২) এবং শেখ ফৈয়াজ।
Comments are closed.