জার্নিম্যান সুভাষকে কিনে নিল মহামেডান

সৌরভ রায়
আসন্ন দ্বিতীয় ডিভিশন আই লিগের বাছাই পর্বের আগে ইস্ট-মোহনের প্রাক্তন ফরওয়ার্ড সুভাষ সিংহকে সই করিয়ে আক্রমণ ভাগের শক্তি বাড়িয়ে নিল মহামেডান স্পোর্টিং। ভারতীয় ফুটবলে জার্নিম্যান রূপে পরিচিত ৩০ বছর বয়সি এই মণিপুরী ফরওয়ার্ড তাঁর এগারো বছরের পেশাদার কেরিয়ারে ইতিমধ্যেই ১৫টি ক্লাবে খেলে ফেলেছেন।
মাত্র ১৯ বছর বয়সে ২০০৯ সালে এয়ার ইন্ডিয়াতে কেরিয়ার শুরু করা সুভাষ আই লিগে ইস্টবেঙ্গল, সালগাওকার, পুনে এফসি, শিলং লাজং, ভারত এফসি, মোহনবাগান, নেরোকা এফসি এবং রিয়াল কাশ্মীরের জার্সি গায়ে খেলেছেন। এর পাশাপাশি তিনি মুম্বই সিটি এফসির হয়ে আইএসএলেও খেলেছেন। সুভাষ ভারতীয় অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। সুতরাং এহেন অভিজ্ঞ ফুটবলারের অন্তর্ভুক্তিতে দ্বিতীয় ডিভিশন আই লিগের বাছাইপর্বে মহামেডান দলের লাভ হবে। আজ দুপুরে কলকাতায় পা রাখবেন, যেখানে তাঁর বাধ্যতামূলক কোভিড-১৯ টেস্ট হবে যাতে নেগেটিভ আসলে তবেই তিনি কল্যাণীতে দলের সাথে আবাসিক শিবিরে যোগ দেওয়ার অনুমতি পাবেন।
Comments are closed.