দলবিরোধিতার জের! বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা: দলের বিরুদ্ধে সুর চড়ানোর জের। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হলেন বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। বেশ কিছু দিন ধরেই প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন বৈশালী। শুক্রবার রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতেই প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন বৈশালী। আর তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল তৃণমূল। দলীয় সূত্রে খবর, তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি মনে করছে, প্রকাশ্যে যেভাবে গণমাধ্যমে বৈশালী মন্তব্য করছেন তা চূড়ান্ত দলবিরোধী। এবং তাঁর এই শৃঙ্খলাভঙ্গের জন্যই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বৈশালী ডালমিয়ার বহিষ্কার প্রসঙ্গে বলেন, ‘ভোটের আগে যেভাবে তিনি কথা বলছিলেন সেটা দলের পক্ষে মেনে নেওয়া যায় না। দলের নেতা-কর্মীরা এগুলোকে সমর্থন করে না। ফলে সাংগঠনিকভাবে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তৃণমূল থেকে বহিষ্কার প্রসঙ্গে বৈশালী ডালমিয়া বলেন, ‘আমি যে বলেছিলাম দলের মধ্যে ঘুন ধরেছে তা এদিনের সিদ্ধান্ত থেকেই স্পষ্ট। যাঁরা দলের মধ্যে থেকে বাজে আচরণ করছেন, দলেকে হেয় করছেন- তাঁরাই বহাল তবিয়তে থাকছেন। কেন সবাই চলে যাচ্ছে সেটা নেতাদের মনে হচ্ছে না! মানুষের হয়ে কথা বলাটা কী দল বিরোধী কাজ। আমি সবসময় মানুষের পাশেই থাকব।’
এদিকে হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেন, ‘এঁদের কোনও গুরুত্ব নেই। এঁরা চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না। দলের প্রতীক না থাকলে এঁরা কেউ বিধায়ক হতে পারতেন না।’
Comments are closed.