চুয়াডাঙ্গা হাইস্কুলে ‘মিসাইল ম্যান’কে প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য
বেঙ্গল ফাস্ট : মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে শ্রদ্ধার সঙ্গে ঘরোয়া ভাবে স্মরণ করা হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ‘মিসাইল ম্যান’ এ পি জে আবদুল কালামকে। সোমবার কালামের প্রয়াণ দিবসে প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে স্মরণ করা হল তাঁকে।
এদিন ঘরোয়া ভাবে স্বাস্থ্যবিধি ও দূরত্ববিধি মেনে কালামের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের প্রধানশিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, পরিচালন সমিতির সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষাকর্মী ইন্তাজ আলি খান প্রমুখ। মাধ্যমিক রেজাল্ট আউটের পর বিদ্যালয়ে এখন পিপিআর/ পিপিএস-এর কাজ চলছে। সেই কাজে আসা শিক্ষক-শিক্ষাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি হয়। উল্লেখ্য ২০১৫ সালের ২৭ জুলাই সন্ধ্যায় কালাম শিলং-এ প্রয়াত হন।
Comments are closed.