সাতসকালে দিনহাটায় চাঞ্চল্য! পুলিশের পোশাক পরে ছিনতাই দুষ্কৃতীদের

নিজস্ব সংবাদদাতা : দিনহাটায় সাতসকালে বলিউড সিনেমার কায়দায় ছিনতাইয়ের ঘটনা। সিভিক পুলিশের পোশাকে বোলেরো গাড়িতে এসে ছিনতাই করল চারজন দুষ্কৃতী। দিনহাটার বুড়িরহাটে এক ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ছিনতাই করে পালাল তারা। সাত সকালে এই ঘটনার খবর চাউর হতেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আজ সকাল ছটা নাগাদ বাইকে করে আসা এক ব্যক্তিকে হঠাৎই বুড়িরহাট এলাকায় বাধা দেয় বোলেরোতে আসা কয়েকজন। এরপর ওই ব্যক্তিকে মারধর করে মাথা ফাটিয়ে চম্পট দেয় গাড়িটি। ওই ব্যক্তির চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা। জানায় যায়, ওই ব্যক্তির নাম মোস্তাকিন হাসান। সে একজন ব্যবসায়ী। বামনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করার পর ওই ব্যবসায়ী লিখিত অভিযোগ করেন সাহেবগঞ্জ থানায়।
মোস্তাকিন হাসান পুলিশকে জানান, ‘সকালে ধান কিনতে বুড়িরহাটে যাচ্ছিলাম। হঠাৎ করেই একটি বোলেরো গাড়ি থেকে চারজন পুলিশের পোশাকে এসে আমার বাইক আটকায়। আমি ড্রাগসের ব্যবসা করি বলে আমাকে জেরা করতে থাকে। সে সময় আমার কাছ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মাথা ফাটিয়ে চম্পট দেয় তারা।’ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।
Comments are closed.