জম্মু ও কাশ্মীরের ত্রালে নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে মৃত এক জঙ্গি
নিজস্ব সংবাদদাতা : ফের উত্তপ্ত উপত্যকা। নিরাপত্তারক্ষী-জঙ্গি গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের ত্রালে নিকেশ এক জঙ্গি। বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে জঙ্গি থাকার খবর পেয়ে যৌথ অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তাবাহিনী। অভিযানে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার মাঘামা এলাকায় নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে মৃত্যু হয় এক জঙ্গির। মৃত জঙ্গির পরিচয় পাওয়া যায়নি।
#TralEncounterUpdate: #Encounter at #Machama concluded without any collateral damage. #Arms & ammunition recovered. Search is still going on. @JmuKmrPolice https://t.co/GaPy14DrMN
— Kashmir Zone Police (@KashmirPolice) September 24, 2020
ট্যুইট করে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, ত্রালে এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়েছে। আরও জঙ্গির খোঁজে পুলিশ ও নিরাপত্তারক্ষী চিরুনি তল্লাশি জারি রেখেছে। উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই এনকাউন্টারে অভিযান চালানো সম্ভব হয়েছে।
Comments are closed.